সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর নিয়ে অনেকটা নাটকীয়তা ছিলো। তাদের বিয়ের খবর তাদের ঘোষণার আগেই গণমাধ্যমে চলে আসে।
অবশেষে নিজের বিয়ের গুঞ্জনকে চূড়ান্ত স্বীকৃতি দেন অভিনেতা ও গায়ক তাহসান খান। ৪ জানুয়ারি সন্ধ্যায় তিনি তার স্ত্রী, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন।
সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান। গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রীর সঙ্গে হাত ধরে তোলা একটি ছবি প্রকাশ করেন তিনি।
ছবিটি শেয়ার করে তাহসান লেখেন, "কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?"
এবার তাদের হানিমুনের খবর জানালেন রোজা আহমেদ। হানিমুনে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’।
ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই 'লালপরী' স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।
এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’
গেলো ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হন।
জেএইচ