বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। সাথিরার স্বপ্ন ছিল এমনই, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ পরিচালনা করা। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যাবে আম্পায়ারিং করতে।
এখন পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন সাথিরা। ২০২৩ সালে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন। এরপর অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ জন ম্যাচ অফিশিয়াল, যার মধ্যে ১৬ জন থাকবেন আম্পায়ার হিসেবে। বাংলাদেশ থেকে সাথিরা থাকছেন এই তালিকায়। ১৩ টি দেশ থেকে ১৯ জন ম্যাচ অফিশিয়ালের দায়িত্বে আছেন। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ টি দেশ থেকে ৪ জন।
আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে গত বছর যুক্ত হয়েছিলেন বাংলাদেশের সাথিরা। ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
এমএইচ//