দেশজুড়ে

রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বৃদ্ধি: খাদ্য উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৩ জানুয়ারি) মাদারীপুর সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভ্যাট বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সরকারের রাজস্ব প্রয়োজনীয়তা মেটানো এবং বিভিন্ন খাতে ভর্তুকি জোগাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মতে, এতে সাধারণ মানুষের তেমন অসুবিধা হবে না।

আলী ইমাম মজুমদার জানান, অকাল বন্যার কারণে আমন ধানের ক্ষতি হওয়ায় খাদ্য নিরাপত্তায় কিছুটা ঝুঁকি তৈরি হয়েছিল। তবে এ ঘাটতি পূরণে সরকার বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইরি ধানের ভালো ফলন হলে ভবিষ্যতে খাদ্য আমদানির প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বিদেশ থেকে খাদ্য আমদানি করে তা সঠিকভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এ আমদানির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এরই মধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল বিতরণ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার জানান, কিছু অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান চালাচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন খাদ্য উপদেষ্টা | ভ্যাট