আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশিত হয়েছে।

ছবিতে দেখা গেছে, পাথরের তৈরি শান্ত সমাধির ওপর এক টুকরো সাদা গোলাপ ফুল রাখা। পোপ হিসেবে যে নামে তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন, সেই নাম খোদাই করা রয়েছে সমাধির ওপর। নিভৃত স্পটলাইটের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে একটি ক্রুশ চিহ্ন- যেন বিশ্ববাসীকে পেছনে রেখে চিরন্তন আলোর পথে যাত্রা শুরু করেছেন এই প্রিয় ধর্মগুরু।

গত শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকানে উন্মুক্ত অন্ত্যেষ্টিক্রিয়ার পর সীমিত পরিসরের একটি অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয় রোমের ঐতিহাসিক সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায়। চতুর্থ শতকে নির্মিত এই বিশাল গির্জাটি ভার্জিন মেরিকে উৎসর্গ করা হয়, আর এই গির্জার প্রতি পোপ ফ্রান্সিসের ছিল গভীর ভালোবাসা। তিনি জীবদ্দশায় একাধিকবার জানিয়েছিলেন, ভার্জিন মেরির প্রতি তাঁর ভক্তির কারণেই এখানেই চিরনিদ্রায় শায়িত হতে চান।

সাধারণত পোপদের ভ্যাটিকানের ভেতর সমাহিত করা হয়, তবে পোপ ফ্রান্সিসের ইচ্ছায় ব্যতিক্রম ঘটল এইবার। বিশাল গির্জাটি রোমের কলোসিয়াম ও ব্যস্ততম টার্মিনি স্টেশনের কাছাকাছি অবস্থিত, ভ্যাটিকানের সীমার বাইরে।

রোববার (২৭ এপ্রিল) সকালে হাজার হাজার শোকাহত মানুষ গির্জার বাইরে ভিড় করেন প্রিয় পোপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। গত সোমবার, ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।

অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লাখো ক্যাথলিক খ্রিষ্টানও ভ্যাটিকানের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠানে ৯১ বছর বয়সী কার্ডিনাল জিওভান্নি ব্যাত্তিস্তা রে ধর্মোপদেশ প্রদান করেন, যেখানে তিনি বিশেষভাবে উল্লেখ করেন- পোপ ফ্রান্সিস সব সময় দেয়াল নয়, বরং মানুষের মধ্যে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়ে গেছেন।

পোপের কফিন একটি বিশেষভাবে রূপান্তরিত সাদা পোপমোবাইলে করে রোম শহর প্রদক্ষিণ করে। শোকযাত্রা টাইবার নদী পার হয়ে কলোসিয়াম, ফোরাম এবং পিয়াজ্জা ভেনেজিয়া হয়ে আলতারে দেলা পাত্রিয়ার জাতীয় স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে অগ্রসর হয়। প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে কফিনবাহী গাড়িকে বিদায় জানান।

শোকাবহ এই মুহূর্তের পাশাপাশি নতুন পোপ নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও নির্দিষ্ট দিন এখনো ঘোষণা হয়নি, ধারণা করা হচ্ছে আগামী ৫ বা ৬ মে ১৩৫ জন কার্ডিনালের অংশগ্রহণে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।

 

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন পোপ ফ্রান্সিস | রোম | সমাধি