বিনোদন

নতুন অতিথির আগমনে কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা সম্প্রতি তাদের জীবনের সবচেয়ে বড় সুখবরটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।  তারা এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।  গেলো ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এই খবরটি জানান। ছবিতে দুজনের হাতে ছোট্ট একটি সাদা মোজা ছিল , যার ক্যাপশন ছিল: আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শীঘ্রই আসছে।

এই সুখবরটি প্রকাশের পর থেকেই বলিউডের বিভিন্ন তারকা ও অনুরাগীরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।  অভিনেতা ঈশান খট্টর লিখেছেন, অভিনন্দন, তোমরা দুজনেই দারুণ মা-বাবা হবে।  অন্যদিকে , অভিনেত্রী রিয়া কাপূর ও হুমা কুরেশিসহ আরও অনেক তারকাই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। 

জানা যায় , শেরশাহ ছবিতে কাজ করার সময় তারা সম্পর্কে জড়ান। যদিও তাদের সম্পর্ক নিয়ে তারা তেমন কোনো কথা প্রকাশ্যে বলেননি ।  পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারিতে রাজস্থানে বিয়েতে আবদ্ধ হন তারা ।বিয়ের পর থেকেই তারা একে অপরের সঙ্গে বিভিন্ন সময় কাটানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসছেন।  তাদের এই খুশির মুহূর্তে সিদ্ধার্থ কিয়ারাকে উপহার হিসেবে একটি দামি টয়োটা ভেলফায়ার গাড়ি দেন , যার মূল্য প্রায় ১.১২ কোটি রুপি।  এই গাড়িটি বলিউডের অনেক তারকার কাছে বেশ জনপ্রিয়।  যেমন অজয় দেবগন, অনিল কাপূর , ঐশ্বরিয়া রাই , কৃতি শ্যানন , অক্ষয় কুমার ও আমির খান।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিদ্ধার্থ-কিয়ারা | বলিউড