বিনোদন

সুকেশকে নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র , অভিনেত্রী কি জ্যাকলিন ?

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

২০০ কোটির তোলাবাজি এবং অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সুকেশ চন্দ্রশেখর এখন শুধু অপরাধকাণ্ডের জন্য নয় বরং , তার ব্যক্তিগত জীবনের বিতর্কিত দিকগুলো নিয়েও আলোচনায়।  তবে তার জীবন শুধু মামলাগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাছাড়াও তিনি এক বিশেষ কারণে পরিচিত।  তিনি সালমান খানের নায়িকা জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমে মগ্ন।  কিন্তু এবার নতুন খবর এসেছে।  সুকেশের জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি তথ্যচিত্র এবং সেখানে নাকি দেখা যাবে জ্যাকলিনকে? 

সুকেশ চন্দ্রশেখরের জীবনের নানা উত্থান-পতন , তার অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি , তার ব্যক্তিগত সম্পর্কও বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে।  বিশেষ করে জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সবার মধ্যে কৌতূহল রয়েছে।  প্রথমে জ্যাকলিন সুকেশের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন । 

তবে এখন প্রশ্ন উঠছে এই তথ্যচিত্রে কি জ্যাকলিনের উপস্থিতি থাকবে? এক সূত্রের খবর , একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম সুকেশ চন্দ্রশেখরের জীবন নিয়ে তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করছে এবং সেখানে জ্যাকলিনকে প্রধান চরিত্র হিসেবে তুলে আনার ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।  তার উপস্থিতি কাহিনীর নির্দিষ্ট অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।  বিশেষ করে সুকেশের সঙ্গে তার সম্পর্কের প্রেক্ষাপটে।

সুকেশ চন্দ্রশেখরের জীবন অত্যন্ত নাটকীয় ও জটিল।  তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে , যার মধ্যে অন্যতম ২০০ কোটির তোলাবাজি ও অর্থ পাচার।  তবে তার জীবনের কাহিনী শুধু অপরাধ বা কেলেঙ্কারি দিয়েই সীমাবদ্ধ নয়।  এই তথ্যচিত্রে সুকেশের জীবনের নানা দিক তুলে ধরা হবে।  যার মধ্যে থাকবে তার আদালতের নাটকীয়তা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং গভীর সামাজিক সমীক্ষণ।  এই তথ্যচিত্রের মাধ্যমে দর্শকরা সুকেশের ব্যক্তিত্বের অনেক অজানা দিক জানতে পারবেন , যা হয়তো এখনো অনেকের কাছে অজানা। 

২০২১ সাল থেকে সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক সংবাদ শিরোনামে উঠে আসছে।  এক সময় সুকেশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এবং তার সাথে জ্যাকলিনের সম্পর্কের গুঞ্জন মিশে গিয়েছিল একত্রে।  জানা যায় , সুকেশ তাকে বেশ কিছু ‘বিশেষ উপহার’ পাঠিয়েছেন।  সেই উপহারগুলো ভালবাসা ও আন্তরিকতা থেকেই গ্রহণ করেছেন তিনি।

এখন এই তথ্যচিত্রের ক্ষেত্রে অভিনেত্রী হিসেবে জ্যাকলিনের ভূমিকা কেমন হবে তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে।  তবে সুকেশের জীবনের সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং তার পক্ষে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার থেকে ধারণা করা হচ্ছে , জ্যাকলিনের উপস্থিতি ছাড়া এই তথ্যচিত্র সম্পূর্ণ করা কঠিন হবে।

তথ্যচিত্রের কাজ শুরুর সময়ের ব্যাপারে কিছু অস্বচ্ছতা রয়েছে , কারণ সুকেশ এখনো বিচারাধীন।  তবে সূত্রের খবর অনুযায়ী শিগগিরই আইনি সব জটিলতা মিটিয়ে শুটিং শুরু হতে পারে।  ধারণা করা হচ্ছে , ২০২৬ নাগাদ এই তথ্যচিত্রের কাজ শুরু হতে পারে।  এই সময়ের মধ্যে সুকেশের মামলা নিয়ে যে সমস্ত আইনি জটিলতা রয়েছে , তা মিটিয়ে নেওয়া হবে।

সম্প্রতি জ্যাকলিন তার মা’কে হারিয়েছেন।  এই দুঃসময়ে সুকেশ চন্দ্রশেখর তার পাশে দাঁড়িয়ে ছিলেন। জানা যায় , সুকেশ জ্যাকলিনকে বালিতে একটি লিলি ও টিউলিপ বাগান উপহার দিয়েছেন।  কারণ এই ফুলগুলো ছিল জ্যাকলিনের মা’র প্রিয়।  শুধু ফুল নয় , সুকেশ ভ্যাটিক্যানে বিশেষ প্রার্থনারও আয়োজন করেছিলেন বলে দাবি করেন।  তার এই সহানুভূতির চিঠি পরে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সুকেশ চন্দ্রশেখর | জ্যাকলিন ফার্নান্ডেজ