জাতীয়

শেখ হাসিনার বিচার শুরু আগামী মাসেই: প্রধান উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে।কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান 'টক টু আল–জাজিরা'–য় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

রোববার (২৭ এপ্রিল) 'মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?' শিরোনামে সাক্ষাৎকারটি আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে এবং এ বিষয়ে ভারতের কাছে তার প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, যদি সংস্কারের তালিকা ছোট হয়, তাহলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি তালিকা বড় হয়, তবে আগামী বছরের জুনের মধ্যে ভোটগ্রহণ শেষ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, "নির্বাচন জুনের পরে গড়াবে না।" তাঁর ভাষায়, বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণসৃষ্টিকারী নির্বাচন প্রত্যাশা করছে, আর অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যেই এগোচ্ছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এর সিদ্ধান্তের একটি অংশ দলটিকেই নিতে হবে। আওয়ামী লীগ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তারা নির্বাচনে অংশ নেবে কিনা। পাশাপাশি তিনি জানান, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। কারণ অন্যান্য রাজনৈতিক দলও বলতে পারে যে, বর্তমান আইনের অধীনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।

সাক্ষাৎকারে আল–জাজিরার উপস্থাপক প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ কি শেষ হয়ে এসেছে? জবাবে ড. ইউনূস বলেন, “মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের জনগণ এখনো মনে করে অন্তর্বর্তী সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। জনগণ এখনো আমাদের চলে যেতে বলছে না। বরং তারা অপেক্ষা করছে একটি ভালো নির্বাচনের জন্য।”

তিনি আরও বলেন, এখনো দেশের ভেতর থেকে এমন কোনো চাপ আসেনি, যেখানে জনগণ বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে।

লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি একটি ভিন্ন বিষয়। আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহযোগিতায় কাজ করছি, যাতে তারা নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এমন একটি বোঝাপড়া তৈরি করা, যা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ হাসিনা | প্রধান উপদেষ্টা