জাতীয়

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার: উপ-প্রেস সচিব

এখন থেকে ভুল সংবাদ প্রচার করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপ-প্রেস সচিব বলেন, এখন যারা থেকে ভুল সংবাদ বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন,  যা মানুষকে বিভ্রান্ত করে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট’ উল্লেখ করে তিনি বলেন, যেসকল গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আশা করি তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।

উল্লেখ্য, বুধবার (০৪ মে) দেশের বেশ কয়েকটি শীর্ষ স্থানীয় জাতীয় পত্রিকায় ‘শেখ মুজিবর রহমানসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’ শীর্ষক সংবাদ প্রচারিত হয়। 

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়। বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না, তারাও মুক্তিযোদ্ধা। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। মুজিবনগর সরকারে যারা যুক্ত ছিলেন। তারা সবাই মুক্তিযোদ্ধা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #উপ-প্রেস সচিব #আবুল কালাম আজাদ মজুমদার #ভুল সংবাদ প্রচার