বিনোদন

বলিউড ছাড়ছেন নোরা ফাতেহি! জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী

বায়ান্ন বিনোদন ডেস্ক

কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি ছবি: সংগৃহীত

বলিউডের ‘বেলি ডান্স কুইন’ হিসেবে বর্তমানে পরিচিত কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ দিয়ে তাঁর অভিনয় শুরু। ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া, স্ট্রিট ডান্সারেও  তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

এরপর বেশিরভাগ ছবিতেই কাজ করেছেন আইটেম গানের ডান্সার হিসেবে। এছাড়াও নোরাকে দেখা যায় একাধিক রিয়েলিটি শো-তে বিচারকের আসনে।

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, নাচ, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার ভাইরাল হয়েছেন। পাশাপাশি ট্রোলের শিকারও হয়েছেন। বর্তমানে ৩২বছর বয়সী এই অভিনেত্রীকে সিনেমায় অভিনয়ের চেয়ে আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায়।  

অসাধারণ নাচের মুদ্রায় দর্শকদের সবসময়ই মুগ্ধ করেন নোরা। অভিনয়ের চাইতে নাচের পারফর্ম করতেই বেশি ভালো লাগে-এমনটি বলেছেন একাধিক বার। তবে এ-ও বলেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করারও ইচ্ছাও রয়েছে।

আবার এই ড্যান্সিং সেনসেশন একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন,তাকে মূল্যায়ন বা সুযোগ দেয়া হয়নি সিনেমায়।এরইমধ্যে বলিউড পাড়ায় নতুন গুঞ্জন ওঠেছে, হিন্দি চলচ্চিত্র ছেড়ে এবার হলিউডে পা রাখছেন অভিনেত্রী।  ফিরছেন না আর বলিউডে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করছেন নোরা ফাতেহি। সেখানে শুরু হয়েছে তার মিউজিক অ্যালবামের যাত্রা।

তবে চিরতরে বলিউডে অভিনয় ছাড়তে চলেছেন কিনা সে বিষয়ে চলছে জল্পনা। এই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন নোরা ফাতেহি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনও জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন।

আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব আমি।

নিজের তিনটি জগত রয়েছে উল্লেখ করে নোরা বলেন, ‘আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষ ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।

মার্কিন গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে নোরা বলেন, আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম।

আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওঁর সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিয়োয় কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।

কেরিয়ারের লম্বা সময়ে একেধিক মানুষের সঙ্গে নাম জড়ালেও, কোনও সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে সফল হলেও, বিয়ে করতে চান তিনি।

কানেক্ট এফএম কানাডার সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় নোরা তাঁর সঙ্গী পছন্দের সময় কোন জিনিসে গুরুত্ব দেন, তা বিশদভাবে বর্ণনা করেছেন।

নোরা অভিনেতা অঙ্গদ বেদী এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে শোনা যেত একসময়। নোরা আরও বলেন যে, পাঁচ বছর আগে থেকে তার দৃষ্টিভঙ্গি ছিল উচ্চতা এবং চেহারার মতো শারীরিক বৈশিষ্ট্যের উপর নজর দিয়ে নিজের জন্য জীবনসঙ্গী খোঁজা।

গত কয়েক বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা তাঁর ভাবনাচিন্তা বদলেছে। তাঁকে তাঁর অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে প্ররোচিত করেছে।

এই সাক্ষাৎকারে দেখতে সুন্দর কতটা গুরুত্বপূর্ণ তা প্রশ্ন করা হলে, নোরার থেকে জবাব আসে, ‘এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।’

মাঝে আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল নোরা ফাতেহির। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সংশ্লিষ্টতা পেয়ে নোরাকে একাধিকবার জেরা করে ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা আর্থিক শৃঙ্খলা প্রয়োগ দপ্তর (ইডি)।

বর্তমানে কারাগারে আটক  সুকেশের দাবি, তিনি নোরা ফাতেহিকে দামি দামি উপহার দিয়েছেন।  তবে সুকেশের ওই দাবি উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন,  দামি উপহারের টোপ দিয়ে সুকেশই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিল। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন নোরা ফাতেহি