খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি: জার্সিতে 'পাকিস্তান' নাম নিয়ে ভারতের আপত্তি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দিন যতই ঘনিয়ে আসছে ততই নতুন ঘটনার জন্ম দিচ্ছে ভারত। তারা পাকিস্তানে খেলবে না বলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে  এবারের চ্যাম্পিয়নস ট্রফি। এবার আরেক শর্ত জুড়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি পরে খেলবে ভারতীয়রা সেই জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখতে চায় না তারা। ভারতের এমন আচরণে বিরক্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি।

সংবাদসংস্থা আইএএনএস এর প্রতিবেদনে জানা গেছে, পিসিবির এক কর্মকর্তা বেশ ক্ষোভ নিয়ে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। এই খেলাটির জন্য এটা ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে আপত্তি জানালো। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। এখন জার্সিতেও আয়োজক দেশের নাম ছাপাতে চাচ্ছে না। পিসিবির দৃঢ় বিশ্বাস আইসিসি এমনটি হতে দেবে না।

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে প্রতিটি দলের জার্সিতে স্বাগতিক দেশের নাম লেখা থাকে। এমনকি কোনো কারণে টুর্নামেন্টের স্থান পরিবর্তন হলেও  নিয়ম হচ্ছে স্বাগতিক দেশের নামই জার্সিতে লেখা থাকবে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে খেলবে না। একারনে সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে আইসিসি। তবে টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে থাকবে পাকিস্তানই।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। যেখানে অংশ নেবে ৮ টি দল। সবমিলিয়ে ১৫ টি ম্যাচ খেলবে দলগুলো।  ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। যদি ভারত ফাইনালে না পৌছে তাহলে সেই খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।

এর আগেও ২০২৩ সালে পাকিস্তানের আয়োজনে হওয়া এশিয়া কাপে ভারতের আপত্তির কারণে শ্রীলঙ্কায় কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়।  আর এই পদ্ধতির টুর্নামেন্টকে ক্রিকেটের ভাষায় বলা হয় হাইব্রিড মডেল।  

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | ভারত | পাকিস্তান | জার্সি