জাতীয়

ভ্যাটিকানে প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ ক্যাথলিক নেতাদের সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের শীর্ষ নেতারা- কার্ডিনাল সিলভানো মারিয়া টোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কূভাকাদ।

শনিবার (২৬ এপ্রিল) রোমের ভ্যাটিকানে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

দুজন কার্ডিনালই পোপ ফ্রান্সিসের জীবনের উদ্দেশ্য এবং তার দরিদ্রদের জন্য সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। তারা অধ্যাপক ইউনুসের দারিদ্র্য বিমোচনে অবদানের প্রশংসা করেন এবং বলেন যে, পোপ ফ্রান্সিসের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল।

অধ্যাপক ইউনুস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের স্মৃতি তুলে ধরে বলেন, ‘তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যিনি সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা দেখিয়েছেন।’

তিনি আরও জানান, পোপ ফ্রান্সিসের কাছে তার একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছানো, যা ভ্যাটিকান ব্যাংকের সংস্কারের প্রস্তাব নিয়ে লেখা হয়েছিল, সেটি ভ্যাটিকানের অফিসিয়াল সংবাদপত্র ল'অসারভাতোরে রোমানো এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল।

অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, পোপ ফ্রান্সিস তাকে ভ্যাটিকানের ব্যাংকিং সংস্কার এবং গরিবদের জন্য আরও কার্যক্রম সম্প্রসারণের জন্য কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। পোপ ফ্রান্সিস তার মিশন বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যেই গত নভেম্বরে রোমে পোপ ফ্রান্সিস-ইউনুস থ্রি জিরো ক্লাবের যাত্রা শুরু হয়েছিল, যার উদ্দেশ্য হলো শূন্য বেকারত্ব, শূন্য ধনবৈষম্য, এবং শূন্য নিট কার্বন নির্গমন।

তিনি বলেন, ‘আমি একজন মুসলিম, কিন্তু পোপ ফ্রান্সিস কখনও আমার নামের সঙ্গে তার নামের ব্যবহার নিয়ে কোন আপত্তি জানাননি, এবং ক্যাথলিক চার্চ তাকে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এর টর্চ উপহার দেয়ার কথা স্মরণ করেন, যা ফ্রান্সিসের আদর্শে তার অবদানকে সম্মান জানানো।’

কার্ডিনাল টোমাসি, যিনি পূর্বে জাতিসংঘে ভ্যাটিকানের স্থায়ী পর্যবেক্ষক ছিলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। তারা রোমে ইউক্রেন এবং গাজা সংঘাতের শান্তির জন্য পোপ ফ্রান্সিসের প্রচেষ্টার প্রশংসা করেন।

টোমাসি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আরও পদক্ষেপের প্রয়োজন।’

অধ্যাপক ইউনুস ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন এবং জানান, বাংলাদেশ তার উদাহরণ অনুসরণ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, পরবর্তী পোপ পোপ ফ্রান্সিসের মতো শান্তির প্রচারে অবদান রাখবেন।

এর আগে, কার্ডিনাল কূভাকাদ, যিনি ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রধান, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। কূভাকাদ বাংলাদেশের আন্তঃধর্মীয় সংলাপের বিষয়টি তুলে ধরে জানান, ক্যাথলিক চার্চ সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মীয় নেতারা অংশ নেবেন।

অধ্যাপক ইউনুস বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং জানান, দেশের সরকার সকল নাগরিকের ধর্ম, জাতি, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে তাদের অধিকার রক্ষায় সচেষ্ট।

এসময় উপস্থিত ছিলেন লামিয়া মোরশেদ, সরকারের এসডিজি কোঅর্ডিনেটর; তারেক আরিফুল ইসলাম, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত; এবং রোকেবুল হক, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা | পোপ ফ্রান্সিস