দেশজুড়ে

৮ বাস ভর্তি শিক্ষক-শিক্ষার্থী যোগ দিলেন জবির আন্দোলনে

রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েক শত শিক্ষক–শিক্ষার্থী। বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে এসে তাদের সঙ্গে যোগ দেন এসব শিক্ষক–শিক্ষার্থীরা। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও আন্দোলনকারী ছাত্র-শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন।

এর আগে এদিন জবি শিক্ষার্থীদের ৭০ শতাংশ আবাসন ভাতা ও তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হওয়ার পর বেলা দুইটার দিকে প্রায় দুই শত শিক্ষার্থী কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৩৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিন বিকেল পাঁচটার দিকে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। 

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। এখানে ১৪৪ ধারা বহাল রয়েছে। আইন ভঙ্গ করলে পুলিশ ব্যবস্থা নেবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জবি #যমুনা