আন্তর্জাতিক

এবার কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক ধনী দেশ কাতারের সঙ্গে একটি সামরিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে এমকিউ নাইন বি মানববিহীন ড্রোন পাবে দোহা।

সামরিক চুক্তির পাশাপাশি দেশ দুটির মধ্যে বিমান কেনা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১৬০টি বিমান কিনবে কাতার।         

তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন বুধবার কাতার পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, সফরের প্রথম দিন মঙ্গলবার সৌদি আরব গিয়েছিলেন তিনি।

ওই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের একটি সামরিক চুক্তি করে সৌদি আরব। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত যাবেন ট্রাম্প।

 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন #কাতার #যুক্তরাষ্ট্র