বিএনপি

শেখ হাসিনার সমর্থনে সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া: রিজভী

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ভারত বাংলাদেশের সীমান্তের ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। দোয়া মাহফিলটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত হয়।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতকে বিভিন্ন সুবিধা প্রদান করেছেন। দুই দেশের মধ্যকার আলোচনার মাধ্যমে যেসব কাজ করা উচিত ছিল, তা উপেক্ষা করে ভারত জোরপূর্বক সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। শেখ হাসিনার এ ধরনের সহযোগিতার কারণেই আমাদের সার্বভৌমত্ব দুর্বল হয়েছে এবং ভারত ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক নিয়ম ও দুই দেশের চুক্তি অনুযায়ী শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়ন কার্যক্রম চালানোর আগে আলোচনা করার কথা থাকলেও, ভারত তা উপেক্ষা করেছে। তারা লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে এই বেড়া দেয়ার চেষ্টা করেছে।’

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন মন্টু। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারি এবং আরও অনেকে। অনুষ্ঠানে দলের অটোরিকশা ও ভ্যান শ্রমিকরাও উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন রিজভী | শেখ হাসিনা