ফুটবল

পেনাল্টি মিস করায় হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি

ম্যনচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল।  রোববার রাতে রুদ্ধশ্বাস সেই লড়াইয়ের দুই দল মিলিয়ে টাইব্রেকারে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন।  তাই সেই মিসেই টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল।

জার্মান তারকার সেই মিস মানতে পারছেন না অনেক আর্সেনাল সমর্থক।  হাভার্টজ ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে আসা দুটি হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। যেখানে বাসায় এসে তাঁর অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকিও দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির জবাবে সোফিয়া লিখেছেন, ‘কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’

 

এদিকে কিছু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন পেনাল্টি | মিস | হাভার্টজ