অপরাধ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমক কমিশন (দুদক) গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদু। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে প্রেরণ করেন।

আদালত সূত্রে জানা যায়,  গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন এস কে সুরকিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে অর্থাৎ গত ২৫ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি রুজু করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

কারাগারে পাঠানোর আবেদনে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বলেন, আসামিকে জামিন দেয়া হলে আসামি আত্মগোপন করতে পারে এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারে এবং তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে।

আদালতে এস কে সুরের পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

এর আগে আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

অভিযোগ রয়েছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন এবং সুবিধা নিয়েছেন।

 

আই/এ