আন্তর্জাতিক

টিউলিপের পদত্যাগে আাইন উপদেষ্টার প্রতিক্রিয়া

ইনশাআল্লাহ, এই খুনি আর লুটেরা পরিবারে আরও অনেক কিছু হবে!

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

টিউলিপ সিদ্দিক ও ড. আসিফ নজরুল (ইনসেটে) ছবি: সংগৃহীত

দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় মঙ্গলবার(১৪ জানুয়ারি) তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের সদ্য সাবেক সিটি মেয়র টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটেনের লেবার পার্টির এমপি।

টিউলিপ সিদ্দিকের লন্ডনে বিনামূল্যে ফ্লাট উপহার পাওয়ার ঘটনায় বেশ কিছু দিন  ব্রিটেনের রাজনৈতিক অবস্থা রীতিমতো উত্তাল ছিল। সমালোচনার ঝড় উঠেছিল পার্লামেন্টেও।  টিউলিপের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহবান জানিয়েছিলো বিরোধী কনজারভেটিভ পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের আইন প্রণেতারা।

সবশেষ টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী জোট-ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এমতাবস্থায় ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য টিউলিপকে সরিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ বেড়ে যায়। অন্যদিকে, দলের ভেতরে ও বাইরে কোণঠাসা হয়ে পড়েন টিউলিপ সিদ্দিক। দুর্নীতির নানামুখী সমালোচনার মধ্যেই মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।

টিউলিপ সিদ্দিককে নিয়ে বাংলাদেশেও সমালোচনার ঝড় বইছে।  তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। আর এই অবস্থায় টিউলিপ পদত্যাগ করায় ফেসবুকে পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বসার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা  ড. আসিফ নজরুল। 

নিজের ভ্যারিফাইড সোশ্যাল মিডিয়া ফেসবুকে টিউলিপের পদত্যাগের একটি নিউজ নিজের পোস্টে শেয়ার করে তার ক্যাপশনে আসিফ নজরুল লিখেছেন, ইনশাআল্লাহ, এই খুনি আর লুটেরা পরিবারে আরও অনেক কিছু হবে!

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন টিউলিপ সিদ্দিক