বিনোদন

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

বিনোদন ডেস্ক

সফল নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার স্বামী শাহাদাৎ হোসাইন। হৃদয়বিদারক এ খবরটি তনি নিজেই নিশ্চিত করেছেন তার ফেসবুক পোস্টে।

তিনি লিখেছেন, ‘সে আর নেই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে চলে গেল।’

গত কয়েক মাস ধরে কঠিন এক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলেন তনি। শাহাদাৎ হোসাইন গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে, গত বছর অক্টোবরে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নিয়ে যান তনি। দীর্ঘ দুই মাস ধরে প্রিয়জনের জীবন বাঁচাতে তিনি দুই দেশের মধ্যে যাওয়া-আসা করেছেন।

শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং তনির জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়সের ব্যবধান ৩৮ বছর এ নিয়ে তাদের দাম্পত্যজীবন বরাবরই ছিল সমালোচনার কেন্দ্রে। তনিকে অনেকবার ফেসবুক লাইভে ট্রল ও কটূক্তির শিকার হতে হয়েছে। কিন্তু তনি কখনোই এসবকে গুরুত্ব দেননি। তিনি সবসময় বলেছেন, ‘দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতেই তনি বিয়ে করেছিলেন শাহাদাৎকে। শুরুতে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সবকিছু মিটমাট হয়।

নারী উদ্যোক্তা হিসেবে তনির যাত্রা কখনোই সহজ ছিল না। নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েও তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ার সমালোচনা পেছনে ফেলে তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। দেশের বুকে আজ তার ১২টি শোরুম আছে। ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’ নামে পরিচিত এই প্রতিষ্ঠান শুধু তার স্বপ্নই নয়, এটি বহু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

 

এসি//