আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১৫ মাস ধরে সংঘাত চলছে। এই সংঘাতের অবসানে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র ও কাতার। এরমধ্যেই গাজায় চালানো ইসরাইলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এটি নিশ্চিত হওয়ার পর গাজায় ফিলিস্তিনিরা আনন্দ করছে। এই যুদ্ধবিরতি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক জানান, কাতারের রাজধানী দোহায় যে চুক্তি হয়েছে তাতে গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তিসহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্তই পূরণ করা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, ‘জিম্মি ও তাদের পরিবারের দুঃখকষ্ট’ অবসানে এগিয়ে আসার জন্য। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | গাজা | ইসরাইল