বাগেরহাটের মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধানবোঝাই নছিমন উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার উপরের পাথরের স্তূপে উঠে গেলে তাদের ভটবটি উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫)।নিহত ভটবটিচালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)।রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন মল্লিক (৩৫)। এছাড়া আহতদের সকলের বাড়িও সোনাইলতলা এলাকায়।
জেএইচ