খেলাধুলা

বেতিসকে উড়িয়ে কোপা দেল রে'র কোয়ার্টারে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠে গেলো বার্সেলোনা। বুধবার (১৬ জানুয়ারি) রাতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। যেখানে বার্সার আলাদা ৫ জন গোল করেছেন।

লামিনে ইয়ামালকে নিয়ে যদিও আলোচনা বেশি। নিজে একটি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন দুইটি। শক্তিমতায় বেতিসের থেকে অনেক এগিয়ে বার্সেলোনা। আবার গতকাল পুরো শক্তির দল নিয়েও মাঠে নামেনি তারা।

ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় বার্সা। দানি অলমোর পাস বা পায়ের শটে জালে পাঠান গাভি। এরপর ২৭তম মিনিটে গিয়ে বার্সা দ্বিতীয় গোল পায়। ইয়ামালের পাসে বেশ সহজেই ডিফেন্ডার কুন্ডে গোল করেছেন। এরমধ্যে বেতিসের পক্ষ থেকেও আসে আক্রমণ, তবে তা লক্ষ্যভেদ হয়নি।

বার্সার হয়ে পরের দুই গোল আসে রাফিনিয়া ও ফেরান তোরেসের পা থেকে। রাফিনিয়ার গোলে ইয়ামালের সাহায্য ছিল। এরপর পঞ্চম গোলটি করেন ইয়ামাল নিজেই।

নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে এক গোলে ব্যবধান কমিয়েছে বেতিস। সেই গোলটি করেছেন বার্সেলোনা থেকে ধারে বেতিসে খেলতে আসা ভিতো হকে। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা দেল রে | বার্সেলোনা | রিয়াল বেতিস | লামিনে ইয়ামাল