জাতীয়

শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত

এনসিটিবি কার্যালয়ের সামনে গতকাল আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে একদল শিক্ষার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয় । এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে গতকাল স্টুডেন্ট ফর সভারেন্টিব্যানারে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে  রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।  বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে।

 সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। বর্তমানে তারা টিএসসি রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন।

 

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষার্থীদের | মিছিলে | পুলিশের | লাঠিচার্জ | সাউন্ড | গ্রেনেড | নিক্ষেপ