ফুটবল

পিএসজিতে নাম লেখালেন কাভারাস্কেইয়া

নাপোলির ‘নতুন ম্যারাডোনা’খ্যাত খিচা কাভারাস্কেইয়া নাম লিখিয়েছেন পিএসজিতে।  জর্জিয়ান এই উইঙ্গারকে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিতে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

ইএসপিএনের সূত্র থেকে পাওয়া তথ্য ময়ে, কাভারাস্কেইয়ার জন্য নাপোলিকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিচ্ছে পিএসজি। সঙ্গে অ্যাড অন হিসেবে থাকছে আরও ১ কোটি ইউরো। ২৩ বছর বয়সী এই উইঙ্গার ইতালিয়ান ক্লাবটিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন।

জানুয়ারির শীতকালীন দলবদলে পিএসজির চুক্তি করা প্রথম খেলোয়াড় কাভারাস্কেইয়া। ২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া এই উইঙ্গারের জন্য গত মৌসুম থেকেই চেষ্টা করে আসছিল পিএসজি, বিশেষ করে যখন কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া নিশ্চিত হয়। তবে নাপোলি তাঁকে ছাড়তে চায়নি। সর্বশেষ গত সপ্তাহে নাপোলি কোচ আন্তোনিও কন্তে জানান, কাভারাস্কেইয়া তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।

চলতি ২০২৪-২৫ মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন কাভারাস্কেইয়া। পিএসজিতে তাঁর অভিষেক হতে পারে আজ লিগ ‘আঁ’য় লাঁসের বিপক্ষে ম্যাচে।

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কাভারাস্কেইয়া | পিএসজি