বাংলাদেশ

যারা দুর্নীতিবাজ তারা যেন নির্বাচনে অংশ না নেয়: বদিউল আলম

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে- তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেনির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা-অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি। যাতে কুৎসিত লোকগুলো ওই সুন্দর ইমারতে (সংসদ) প্রবেশ করতে না পারে। এমন মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

. বদিউল আলম বলেন, রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তমুক্ত করতে হবে। এ অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। যারা বিচারবহির্ভূত হত্যা করেছেন, বিভিন্নভাবে নিপীড়ন করেছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে

উক্ত সেমিনারে হাইকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন ড. বদিউল আলম মজুমদার