তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা।
তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আমরা আজ তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা হলেন-রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন স্টেইনব্রিচার (৩১)।
নির্ধারিত সময়ের তিন ঘন্টা দেরিতে রোববার গাজা যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ( বাংলাদেশ সময় সাড়ে ১২টা) এই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিলো।
হামাসের কাছ থেকে ইসরাইলি তিন বন্দীর নাম না পাওয়ায় গাজায় হামলা চালু রাখে ইসরাইল।
ইসরাইল জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নামের তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তাই সকালে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও; তাদের সেনারা হামলা অব্যাহত রাখে।
এনএস/