স্বামী-সন্তান ছেড়ে প্রেমিককে বিয়ে করে সংসার বাধার উদ্দেশে বাংলাদেশে আসেন ঘর বাঁধার জন্য। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশি সহযোগীসহ বিজিবির হাতে আটক হয় ওই ভারতীয় যুগল।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের পাশে বালাতাড়ী গ্রামে তাদের আটক করা হয়। আটকের পর সন্ধ্যায় বাংলাদেশি সহযোগী এবং দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় নবদম্পতি রেশমা মন্ডল জান্নান ও সৌরভ কুমার সাপুই জানান, প্রায় আড়াই বছর আগে তাদের ফেসবুক মাধ্যমে পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা পরস্পরকে খুবই ভালোবাসেন। গত তিন মাস আগে ভারতে তারা বিয়ে করেছেন। দুই পরিবার তাদের বিয়ে মানবে না বলেই অনেক আশা করে বাংলাদেশে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছেন।
এ দম্পতি জানান, আটকের পর ছেড়ে দেয়ার জন্য তারা বিজিবিকে অনেক অনুরোধ করছেন। কিন্তু বিজিবি সেই অনুরোধ রাখেনি।
বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী স্থানীয় যুবকের বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় নাগরিক সৌরভ জানান, ওই যুবক তার ফেসবুক বন্ধু। তাকে একটু সহযোগীতা করার জন্য তিনি বলেছিলেন।
ভারতীয় গৃহবধু রেশমা মন্ডল জানান,তিনি ভারতে সরকারি গার্মেন্টস স্কুলে শিক্ষকতা করেন। তিনি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে সৌরভকে বিয়ে করেছেন। তার একটা ৫ বছরের ছেলে সন্তান রয়েছে। সৌরভ অন্য ধর্মের হওয়ায় পরিবার বিষয়টি মেনে নিবে না বলে সংসার করার জন্য দালালের মাধ্যমে দুই দফায় ৩২ হাজার টাকার বিনিময়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পাড় করেছে। দুর্ভাগ্য তার বিজিবির হাতে আটক হয়েছেন। এখন কবে নিজ দেশে যেতে পারবেন সেটি নিয়েই শঙ্কায় আছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহল কমান্ডার হুমায়ূন কবির জানান, রাতেই বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘন্টা বিজিবির টহল অব্যাহত রয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের দুপুর ১২টায় কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আই/এ