আন্তর্জাতিক

‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে হুতিদের চিহ্নিত করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার (২২ জানুয়ারি) তিনি এই আদেশে সই করেন।

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে আগামী ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুথিদের সঙ্গে কোনো সংস্থা বা ব্যক্তির যোগাযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডিকে এমন সংস্থাগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ, মার্কিন নৌবাহিনী এবং অংশীদার দেশগুলোর বেসামরিক স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়েছে। এসব হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ট্রাম্পের নীতি অনুযায়ী, হুথিদের সামরিক ও আর্থিক সক্ষমতা ধ্বংস করতে এবং তাদের আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে হুথিদের শক্তি দুর্বল করা, আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা এবং লোহিত সাগরের বাণিজ্যিক পরিবহন রক্ষা করা। এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে হুথি বিদ্রোহীরা একটি কার্গো জাহাজের ২৫ জন ক্রু সদস্যকে মুক্তি দেয়। তারা জানায়, এটি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করার অংশ হিসেবে করা হয়েছে।

উল্লেখ্য,  ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে হুথিদের "বিদেশি সন্ত্রাসী সংগঠন" হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। তবে জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এটি বাতিল করে। তারা জানায়, ইয়েমেনে চলমান মানবিক সংকট বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে হুথিদের ক্রমাগত হামলার কারণে বাইডেন প্রশাসনও পরে কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনাল্ড ট্রাম্প | হুতি