দুই ব্রাজিলিয়ানের জোড়া গোলে ঘরের মাঠে দাপটের সাথে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে ওঠার জন্য জয়ের বিকল্প ছিল না মাদ্রিদের। এমন ম্যাচে এফসি সালজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রদ্রিগো-ভিনিসিয়াসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৩ মিনিটে দেখার মতো এক আক্রমণে ভিনিসিয়াসের পা থেকে গোল করেন রদ্রিগো। গোলের পর আক্রমণের পসরা সাজিয়ে বসে মাদ্রিদ। ম্যাচের ৩৪ মিনিটে মাদ্রিদ দর্শকদের আবারও আনন্দে ভাসিয়েছে রদ্রিগো। এবার জুড বেলিংহামের ব্যাকহিল পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান।
বিরতির পর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সালজবুর্গ গোলরক্ষকের পা থেকে বল কেড়ে নিয়ে তৃতীয় গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের তরফ থেকে। বড় ব্যবধানের জয় প্রয়োজন ছিল স্প্যানিশ জায়ান্টদের। তখন কেবল ম্যাচের ৪৮ মিনিট, তিন গোল দেয়া মাদ্রিদের ক্ষুধা কমেনি।
এবার গোলের তালিকায় নাম লেখালেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৫৮ মিনিটে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ভিনি। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কপালে লেখা ছিল আরও এক গোল। ৭৭তম মিনিটে নিজের পা থেকে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। এতে রিয়াল মাদ্রিদের নামের পাশে পাঁচটি গোল যোগ হয়। শেষমেশ একটি গোল শোধ করেছে সালজবুর্গ, মাদ্রিদের নামের পাশে ওই এক গোল দেখতে অবশ্য একেবারেই বেমানান ছিল।
বড় ব্যবধানের জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ষোলো নম্বরে উঠে এসেছে মাদ্রিদ। শেষ ষোলো সরাসরি নিশ্চিত না হলেও, নকআউট-ফেইজ নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। আগামী মঙ্গলবার প্রথম পর্বের শেষ রাউন্ডে ফরাসি ক্লাব স্তাদে ব্রেস্তের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এমএইচ//