অপরাধ

দুই ট্রাক পাঠ্যবইসহ দুইজন আটক

প্রথম থেকে নবম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের দুই ট্রাক পাঠ্যবই জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় খোলাবাজারে এসব বই বিক্রয় ও মজুতদারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ২২ জানুয়ারি রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)।

নাসিরুল ইসলাম বলেন , কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের বই মজুতদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করছে এন তথ্যের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় এই অভিযান চালায় ডিবির লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। এ সময় প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, এ চক্রটি বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করা এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে এসব বই মজুত করে বিক্রয় করে আসছিল।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে ডিএমপি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাঠ্যবই