জাতীয়

যুক্তরাষ্ট্রসহ বিদেশী বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টার আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, চায়নার বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণা জানিয়েছেন। তাদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বলছেন। বাংলাদশে এখন তাদের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন,  বাংলাদেশের যুবকদের দিয়ে বিনিয়োগকারীরা সহজেই বাংলাদেশকে এক্সপোর্ট হাব হিসেবে পরিণত করতে পারেন। এটা থেকে ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, সুইজারল্যান্ডের দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইওরা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের ডিল মেট হয়। এই দুই দিনে প্রচুর হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার, প্রায় ১০টার মতো হেড অব গভর্মেন্টের কথা বার্তা হয়েছে।

শফিকুল আলম বলেন, বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবেন। তারা বাংলাদেশ সর্ম্পকে জানতে চাইবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কী আছে সেটি নিয়ে জানতে চাইবেন।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা