সাইবার বুলিংয়ের অভিযোগে ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনির্ভাসিটি অব ঢাকা’ এবং ‘ক্রিমিনালস ডিইউ’ নামে দুটি পেজের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সারজিস আলম শাহবাগ থানায় ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেন। বিকালে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এজাহারটি গ্রহণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করে দেখতে পান দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।’
সারজিস এজাহারে উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে।
এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।
আই/এ