দেশজুড়ে

কুড়িগ্রামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আসামিকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী শাহা আলম (৪২) কে হাতেনাতে গ্রেপ্তার করে। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মাদক ব্যবসায়ী | কুড়িগ্রাম | গাঁজা