অর্থনীতি

লাগামহীন চালের বাজার, অপরিবর্তিত মুরগির দাম

ছবি: সংগৃহীত

আমদানীর পরও কমছে না চালের দাম। কয়েক মাস ধরেই চড়া চালের বাজারশীতে সরবরাহ থাকাও এখনও স্বস্তি মিলছে সবজিতে। তবে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও তাতে স্বস্তিতে নেই ক্রেতারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী ও এর আশপাশের নিত্যপণ্যের বাজার ঘুরে নিত্য পণ্যের দামের এ তথ্য জানতে পারে গণমাধ্যম।

বর্তমানে ভোক্তাদের হাতের নাগালে রয়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। বর্তমানে একটি ফুলকপি বিক্রি হয়েছে ১৫-২০ টাকায়এছাড়া প্রতিটি বাঁধাকপি ও ব্রকলি ৩০ টাকা; প্রতি কেজি মুলা ২০ টাকা; মিষ্টি কুমড়া, শালগম ও পেঁয়াজকলি ৩০-৩৫ টাকা; ধরনভেদে শিম ২০-৫০ টাকা; পেঁপে ৪০-৫০ টাকা; শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৫০ টাকা এবং কাঁচা মরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। এই দাম গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। বিক্রেতারা বলছেন, বর্তমানে নতুন আলুর ভরা মৌসুম চলছে। এ সময় চাষিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আলু বাজারে আসছে। ফলে দাম ৩০ টাকার নিচে এসেছে। বেশির ভাগ বাজারেই এ দামে আলু পাওয়া যাচ্ছে।

প্রায় দেড় মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫-২০০ টাকায় এবং মানভেদে সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হয়েছে। সপ্তাহের ব্যবধানে একই আছে মুরগির দাম।

এছাড়া স্থির রয়েছে ডিমের বাজার। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

এদিকে মুড়িকাটা পেঁয়াজে বাজার ভরপুর। পর্যাপ্ত সরবরাহ রয়েছে বিদেশি পেঁয়াজেরও। এতে দাম কমছে। বর্তমানে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে খুচরায় প্রতি কেজি পুরান দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজ ৫০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৪২-৪৪ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহেও লাগমহীন চালের বাজার, নতুন করে সরু, মাঝারি ও মোটা তিন ধরনের চালের দামই বেড়েছে। বাজারে মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। বর্তমানে এক কেজি মোটা চাল ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি ধরনের ব্রি-২৮ ও ব্রি-২৯ চালের দাম রাখা হচ্ছে ৬০-৬৬ টাকা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মুরগি