আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫৩৮জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যারোলিন লেভিট এক্সে বলেন, ট্রাম্পের প্রশাসন ৫৩৮জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অনেককেই সামরিক বিমানের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিতাড়ন কর্মসূচি খুব ভালভাবেই চলছে। প্রতিজ্ঞা করা হয়েছে, সেই প্রতিজ্ঞা রক্ষা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচণি প্রচারনা চালানোর সময় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই  অসংখ্য নির্বাহী আদেশে সই করেন তিনি। এসব আদেশের মধ্যে অভিবাসী তাড়ানোর বিষয়টি ছিলো।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে