বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পৃথক ৩ টি বিস্ফোরণ ঘটে। এই তিন বিস্ফোরণে আহত হয়েছেন ৩ ব্যক্তি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ির আশারতলি সীমান্ত এলাকায়। এ বিস্ফোরণে আলী হোসেন (৩০) নামের এক যুবক আহত হন। তার বাঁ পা বিচ্ছিন্ন এবং ডান পা ঝলসে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে একই সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মো. রাসেল (২৫) নামে একজন আহত হন। এর পরের স্থলমাইনটি বিস্ফোরণ হয়েছে জামগছড়ি এলাকায়। বিস্ফোরণে আরিফ উল্লাহ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, আহত যুবকেরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে সুপারি আনতে গিয়েছিলেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র দল আরাকান আর্মি সীমান্তে এসব স্থলমাইন পুঁতে রেখেছে।
এমএইচ//