দেশজুড়ে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশি তরুণের পা উড়ে গেছে। আহত তরুণের নাম আরাফাতুল ইসলাম (১৭)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।

রোববার (২২ জুন) দুপুর দেড়টার দিকে সীমান্তের ৪৪ নম্বর পিলারের ৩০ গজ পূর্বে মিয়ানমার অংশের সাপমারাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার চোরাইপথে মাদক পাচার চলতে থাকায় চোরাকারবারিরা বিকল্প রুট হিসেবে ৪৪ ও ৪৫ নম্বর পিলারের মধ্যবর্তী অঞ্চল ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, আরাফাতুল ইসলাম তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ইয়াবা আনতে গিয়েছিলেন।

পথে পা পড়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের ওপর। বিস্ফোরণে তার বাম পা উড়ে যায়। সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা আছে। তবে ঘটনাস্থল বাংলাদেশের ভেতরে নয়, বরং মিয়ানমারের অংশে পড়েছে।তবে ১১ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইন #বাংলাদেশি