ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমা্ন হামলার পর 'আপস শেষ হয়ে গেছে' এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের 'সামরিক প্রতিক্রিয়ার জন্য' অপেক্ষা করতে হবে-এমনই ঘোষণা দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের (হুথি) রাজনৈতিক ব্যুরো।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হুথি'র রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি।
তিনি ঘোষণা করেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব। এর আগে, ইসরাইল-ইরানের যুদ্ধের মধ্যেই রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় রোববার ভোরে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বি-২ বোমারু বিমান। মার্কিন বোমারু বিমানগুলো প্রায় ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিশাল ওজনের বোমা নিক্ষেপ করে। মার্কিন বিমানবাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকারবিধ্বংসী বোমা জিবিইউ-৫৭ ব্যবহার করল। ১২টি বাঙ্কার বাস্টার বোমা হামলার মধ্য দিয়ে মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে।
এমআর//