বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে আজ। এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৬ রানে গুটিয়ে গেছে সিলেট।
এই ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে বরিশালের। অপরদিকে হারলে সবার আগে বিদায় নিতে হবে সিলেটকে।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডারকে হারায় দলটি। জর্জ মুনসে ৭ বলে ৪, জাকির হাসান ৯ বলে ৯, রনি তালুকদার ৫ বলে ৪ ও কাদিম অ্যালিনে করেন ২ বলে ০ রান।
এরপর আহসান ভাটি ২৯ বলে ২৮ রানে সাজঘরে ফিরে যান। এছাড়াও ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট।