ক্রিকেট

সিলেটকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। খেলায় সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে তামিম ইকবালের দলের।

রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬ ওভারেই জয় তুলে নেয় বরিশাল।

১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালেরও। ওপেন করতে নেমে ৭ বলে ৬ রান করে ফিরে যান তাওহিদ হৃদয়।  তিনে নেমে ৮ বলে ৯ রান করে আউট হন ডেভিড মালান।

৩৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান তোলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।  তামিম করেন অপরাজিত ৫২ রান। আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪২ রান।

এরা আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডারকে হারায় দলটি। জর্জ মুনসে ৭ বলে ৪, জাকির হাসান ৯ বলে ৯, রনি তালুকদার ৫ বলে ৪ ও কাদিম অ্যালিনে করেন ২ বলে ০ রান।

এরপর আহসান ভাটি ২৯ বলে ২৮ রানে সাজঘরে ফিরে যান।  এছাড়াও ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী।  তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশাল | সিলেট