অনূর্ধ্ব–১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় পরাজয় হয়েছে বাংলাদেশের। এই হারে থেমে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে যুবা টাইগ্রেসদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
রোববার (২৬ জানুয়ারি) কুয়ালালামপুরে রোববার সুপার সিক্সের ম্যাচ ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেরেয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৬৪ রান। সুমাইয়া আক্তার দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন।
সেই রান তাড়া করতে নেমে ১২.৫ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় ভারত।
সুপার সিক্সে স্রেফ ২ পয়েন্ট নিয়ে এসেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়া ও ভারত গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে এসেছে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৬ ও ভারত বাংলাদেশকে হারিয়ে অর্জন করে নিয়েছে ৬ পয়েন্ট। কাজেই সুপার সিক্সে বাকি ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সুমাইয়ারা।