গাজা পুরোপুরি পরিষ্কার করতে ফিলিস্তিনিদের জর্ডানে পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
রোববার এক বিবৃতিতে সাফাদি বলেন, জোর করে ফিলিস্তিনি নাগরিকদের বাস্তুচ্যুত করা জর্ডান মেনে নেবে না। ফিলিস্তিনি নাগরিকদের বাস্তুচ্যুত সবসময় জর্ডান প্রত্যাখান করে। এই দৃষ্টিভঙ্গি কখনো পরিবর্তন হবে না। জর্ডান জর্ডান বাসীর জন, আর ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য।
শনিবার যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুরোপুরি পরিষ্কার করতে মিশর ও জর্ডানকে আরো বেশি করে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকদের নেয়ার আহ্বান জানায় ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি চাই জর্ডান, মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক। আমরা সম্ভবত এখানে ১৫ লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার/সাফ করে ফেলি। ওই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে। এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত।
এর আগে ট্রাম্পের এই পরিকল্পনার নিন্দা জানিয়ে উপত্যকাটির সশস্ত্র সংগঠন হামাস বলে, এই পরিকল্পনা যুদ্ধাপরাধকে উৎসাহিত করবে। ‘আমাদের জনগণকে জোর করে তাদের ভূমি থেকে উৎখাত করা মানবতাবিরোধী অপরাধ।
এনএস/