আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পরেই সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

ফোনালাপে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির ‘পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ও বিশ্বস্ত অংশীদারত্বের’ বিষয়ে গুরুত্বারোপ করেন নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যম এনডিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

ট্রাম্পের সঙ্গে এই ফোনালাপ নিয়ে নরেন্দ্র মোদি তাঁর এক্স একাউন্টে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন,  আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে খুবই আনন্দিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। দুই দেশের জনগণের কল্যাণ, বিশ্ব শান্তি, উন্নতি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।

গেলো ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়েই একাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পের | মোদির