বাংলাদেশ

আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

এবার শীতের শুরু থেকে বায়ুদূষণ ভোগাচ্ছে রাজধানীবাসীকে।  গেলো ডিসেম্বর থেকে শুরু করে পুরো জানুয়ারি মাসও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করেছে ঢাকা। আজও রেকর্ডকৃত বায়ুমান অনুযায়ী ১২৪ দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে শহরটি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ২৭৩।  যা খুবই অস্বাস্থ্যকর।   

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার পরই অবস্থান পাকিস্তানের লাহোরের। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২৫৩।  ১৯৯ আইকিউএয়ার স্কোর নিয়ে তৃতীয় দিল্লি।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

ওয়াই,এ,এস

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ুদূষণ | ঢাকা