আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যেতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিষয়টি নিয়ে জানা আছে এমন দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস, এপির প্রতিবেদনে জানানো হয়েছে।
এই সফর ঠিকঠাক মত হলে, গেলো সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর নেতানিয়াহু হবেন প্রথম কোন বিদেশি নেতা, যিনি ওয়াশিংটন সফরে যাচ্ছেন।
যেহেতু ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি, তাই মার্কিন ওই কর্মকর্তারা তাদের নাম জানাতে চায়নি। তব তারা বলছেন, এই সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ইসরাইল সফরে যাবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ । সেই সময় নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হতে পারে।
এনএস/