বাংলাদেশ

সংঘর্ষের ৪২ দিন পর সাদপন্থি সমর্থকের মৃত্যু

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

টঙ্গীতে তাবলীগ জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর সাদপন্থি ওই সমর্থকের মৃত্যু হয়। জানা যায়, তার নাম মিজানুর রহমান সুমন (৩৯)। তিনি কুড়িগ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেলে ওই যুবক মৃত্যুবরণ করেন।

নিহত মিজানুর রহমান সুমনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওই এলাকায় ছফুর উদ্দিন প্রামানিকের ছেলে। ছেলের মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সেই সাথে তার মৃত্যুতে আত্মীয় স্বজনসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার জানান, টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার ময়দানে যান মিজানুর রহমান। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সেখানে ইজতেমার মাঠ দখল নিয়ে তাবলীগ জামায়াতের মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘাত হয়। সংঘাতে মারাত্মক আহত হন মিজানুর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বাবা ছফুর উদ্দিন প্রামানিক বাকরুদ্ধ অবস্থায় কান্না জড়িত কন্ঠে ছেলের নিমর্ম মৃত্যুর বিচার চেয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফুলবাড়ীর তাবলীগ জামায়াতের কর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে। 

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন তাবলীগ জামায়াত | মিজানুর রহমান সুমন | সাদপন্থি | মৃত্যু