যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের এ বিমানটি ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে ৩৩-এ যাওয়ার সময় এটি ঘটেছিল, এফএএ সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেছে।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, পেন্টাগন পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার কাজে প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত।
ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, পোটোম্যাক নদীর উপরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে একাধিক কল এসেছে। এই মুহূর্তে হতাহতের কোনো নিশ্চিত তথ্য নেই। একাধিক সংস্থা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয় করছে।
রয়টার্স বলছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্য-আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।
জেএইচ