অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না, এতটুকু বলতে পারি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যদি পদত্যাগ করি তবে সেটা আনুষ্ঠানিকভাবেই করবো ও সবাইকে বলব’।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না। তবে যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে। তবে আন্দোলন দমন করবে না।
সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।
তথ্য উপদেষ্টা বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া যাবে না।
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি আরও বলেন, বিএনপি তাদের প্রস্তাবনার জন্য কিছুটা সময় চেয়েছে। ইতোমধ্যে তারা এ বিষয়ে নিজেদের মধ্যে একটি মিটিংও করেছেন। ছাত্ররা এককভাবে জুলাই ঘোষণাপত্র দিতে চাইলেও। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে নিজেদের আগ্রহ জানায়। আর জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সরকার বিষয়টিকে গ্রহণ করেন। সরকারের তরফ থেকে এ বিষয়ে সকল প্রস্তুতি নেয়া আছে। দ্রুতই ঘোষণাপত্র প্রকাশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আই/এ