অনেক দিন নিবর থাকলেও বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার। তার একদিনের মাথায় জামিনও পান পরী। এ মামলায় জামিনদার ছিলেন গায়ক শেখ সাদি। তার সাথে পরীর প্রেমের গুঞ্জণ ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। এর জবাবু দিয়েছেন পরী ও সাদী।
এত সব আলোচনাকে কেন্দ্র করে রীতিমতো বিরক্ত প্রকাশও করেন পরীমণি। ভক্ত-অনুরাগীদের অনুরোধও করেন- তাকে নিয়ে আর আলোচনা না করতে।
সব মিলিয়ে এখন একটু কোয়ালিটি টাইম কাটাতে সন্তানকে নিয়েই ঢাকার বাইরে ছুটলেন পরীমণি। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, 'আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরবন যাই।'
কিন্তু এখানেই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা এই নায়িকা আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে পরীকে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা মেলে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, তার সেই লাল টি শার্টের ওপর লেখা- 'ওহ উইকেন্ড, আই মিস ইউ'। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন!
১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়। যেখানে পরীর উষ্ণ ভঙ্গিতে নায়িকাকে প্রশংসায় ভাসাতে দেখা যায় অনুরাগীদের।
জেএইচ