আইন-বিচার

আদালতে পরীমণি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় জেরার জন্য আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। 

আজ সোমবার (২৬মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি। এর কিছুক্ষণ পর ঢাকার নারী ও শিশুনির্যাতন দমন  ট্রাইব্যুনাল-৯ এ প্রবেশ করেন পরীমণি।

গেল বছরের ১৯ এপ্রিল নাসির ও অমিরপক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন পরীমিণির আইনজীবি। গেল বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

২০২১ সালের ১৪ জুন নাসিরউদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেছিলেন পরীমনি।

মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন । গেল বছরের ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েতউদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন #চিত্রনায়িকা পরীমনি