বাংলাদেশের সিনেমা জগতে এক উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা পরীমনি এবং তার পছন্দের তরুণ গায়ক শেখ সাদী।
দুজনের মধ্যে গড়ে উঠেছে সখ্যতা, তবে দর্শকদের ধারণা তাদের রয়েছে এক গোপন প্রেমের সম্পর্ক।যদিও শেখ সাদী সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি, অন্যদিকে পরীমনি তার সামাজিক মাধ্যমে সম্পর্কের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন।
এ সম্পর্ক অনেক দিন ধরেই চুপচাপ চলছে, কিন্তু সম্প্রতি এটি সকলের নজরে আসে। পরীমনি যখন এক মামলায় জামিন নিতে আদালতে যান, তখন শেখ সাদী তাকে জামিনদার হিসেবে সহায়তা করেন। এরপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ঢাকার বিভিন্ন স্থানে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাদের। পরীমনি তার ফেসবুকে সাদীর সাথে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন, যা তাদের সম্পর্কের গভীরতা আরও দৃঢ় করেছে। এমনকি সাদী যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন পরীমনি তার পাশে বসে ছিলেন।
যদিও শেখ সাদী সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি, পরীমনি তার একাধিক পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেছেন। পরীমনি তার ফেসবুক কভার ফটো পরিবর্তন করে, সেখানে সাদীর বুকে মাথা রেখে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাদের সম্পর্কের কথা নিঃসন্দেহে বলছে। পরীমনি তার পোস্টে লিখেছেন, "জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের।"
পরীমনি তার ফেইসবুক পেইজে বিভিন্ন পোস্টের মাধ্যমে স্পষ্টভাবে সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। যদিও শেখ সাদী এখনও কিছু বলতে চান না, তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাদী তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসতে আগ্রহী নন। তবে সাদী পরীমনিকে তার জীবনের একটি আশীর্বাদ মনে করেন। সাদী হয়তো চুপ থাকছেন, কিন্তু পরীমনি তার অনুভূতি প্রকাশে কোনও বাধা রাখতে চাননি।
পরীমনি ও শেখ সাদীর এক গোপন প্রেম ধীরে ধীরে সকলের কাছে প্রকাশ পেলেও খবরটি এখনো অনেকটা ধোঁয়াশার সৃষ্টি করছে।
এসকে//